বাংলার কাগজ ডেস্ক : লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন। শনিবার (১৩ মার্চ) গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গণভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের পদ বাতিল হওয়ায় সে আসনে উপনির্বাচন হচ্ছে। ১১ এপ্রিল এ আসনে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিল করা হয়। ওই আসন শূন্য ঘোষণা করে গত ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।