নালিতাবাড়ী (শেরপুর) : নিবন্ধিত দুই শ্রমিক ইউনিয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে নালিতাবাড়ী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ এর সভাপতি শাহাদত হোসেন সামাদকে (৪০)। গত রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শেরপুরের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চলে আসা ‘শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-৩২৭৭’ এর নালিতাবাড়ী উপ-কমিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে গেল বছরের ২২ ডিসেম্বর নির্দেশনা দেয় শ্রম অধিদপ্তর ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়। কিন্তু এ নির্দেশনা অমান্য করে সংগঠনটির নালিতাবাড়ী উপ-কমিটি তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।
এমতাবস্থায় ‘শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-০২০’ এর নেতৃবৃন্দ অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে ইউএনও এবং ওসির শরণাপন্ন হন। এরই জেরে গত ১৪ জানুয়ারি রাতে শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ এর সভাপতি ও সম্পাদকসহ কয়েকজন মিলে পল্লীবিদ্যুৎ বাইপাস এলাকায় শ্রমিক ইউনিয়ন-০২০ এর সভাপতি আব্দুল মান্নানকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ প্রেরণ করা হলে পুনরায় গভীর রাতে সংগঠিত হয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালায় শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ এর লোকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এসময় হামলা চালাতে গিয়ে এ পক্ষের কয়েকজন আহত হয়।
পরে এসব ঘটনায় দুই শ্রমিক ইউনিয়নের পক্ষে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। শ্রমিক ইউনিয়ন-০২০ এর দায়ের করা মামলায় শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ এর সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সামাদ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আপন সরকারকে আসামী করা হয়।
অন্যদিকে শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ এর পক্ষে দায়ের করা মামলায় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকেও আসামী করা হয়। তবে উভয় মামলার অধিকাংশ আসামী আদালত থেকে জামিন প্রাপ্ত হয়েছেন।