ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে চার জন আহত হয়েছেন। রোববার (১৪ মার্চ) সকালে গার্ডার ধসে পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শফিকুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে গার্ডার ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখান থেকে আহত চার জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা কীভাবে ভেঙে পড়লো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।’