হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বাহুবলে মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে বাহুবল মডেল থানা পুলিশ এ দুইজনের মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর করির।
নিহতরা হলেন— বাহুবল উপজেলার দিগাম্বর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সনজিতের স্ত্রী অঞ্জলি (৩৫) ও মেয়ে পূজা (৮)।
ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর করির জানান, রাতের কোনো এক সময় মা মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।