বাংলার কাগজ ডেস্ক : লকডাউন বা ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে, এ বিষয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
সোমবার (২২ মার্চ) বিবরণীতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরনো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সাথে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নেবে।