ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা মেলা চলবে। রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৬টায় বন্ধ হবে।
বুধবার (৩১ মার্চ) বাংলা একাডেমির পরিচালক ও বইমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে আজ থেকে বইমেলার সময় আরও দেড় ঘণ্টা কমানো হয়েছে। আজ থেকে মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে শুরু করে মেলা চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।