ঢাকা : আসন্ন ঢাকা-১৪ উপনির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার (১৬ জুন) দলটির সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এ সভা হয়।
এতে ঢাকা-১৪ আসনে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য কলাকৌশল নিয়ে আলোচনা হয়। কীভাবে বেশি ভোটার আনা যায়, সে বিষয়েও আলোচনা হয়। মতবিনিময়ে ঢাকা বিভাগের সাংগঠনিক দুর্বলতাও উঠে এসেছে বলে জানা গেছে।
ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ ঢাকা বিভাগীয় টিমের সদস্যরা।
বৈঠক শেষে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘আমরা ঢাকা-১৪ আসনের নির্বাচন নিয়ে মূলত আলোচনা করেছি। ওই নির্বাচনে কীভাবে বেশি ভোটার আনা যায়, সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের দুর্বলতা কাটিয়ে সাংগঠনিক গতিশীলতা আনয়নের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’