চট্টগ্রাম: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। পতেঙ্গায় একটি বাস পথচারীদের চাপা দিলে তিনজনের মৃত্যু ঘটে। অপরদিকে, কর্ণফুলী থানাধীন শিকলবাহায় দুই বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টা এবং বিকেল সাড়ে ৩টায় এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শিকলবাহায় দুই বাসের সংঘর্ষে আহত ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন।
এদিকে, ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া জানিয়েছেন, পতেঙ্গার ইপিজেড থানাধীন স্টিল মিল এলাকায় রিকশাকে ধাক্কা দিয়ে পলায়নরত একটি বাস রাস্তার পাশে পথচারীদের চাপা দিলে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু ঘটে। স্থানীয়রা বাসের চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বাসটি জব্দ করা হয়েছে।