এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে নুরুল হক (৫০) নামে এক ব্যবসায়ীকে অপহরন করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গা মুরা এলাকার নিজ খামার বাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ তাকে নিয়ে যায়।
নুরুল হক সাতকানিয়ার খাগরিয়া এলাকার বাসিন্দা। তিনি কুহালং ইউনিয়নের ভাঙ্গামুরায় জায়গা কিনে ৩ বছর ধরে হাঁস, মুরগী ও মাছের প্রজেক্ট করছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে অস্ত্রধারী ৫ জন পাহাড়ি সন্ত্রাসী ক্যামলং এলাকায় নুরুল হকের খামার বাড়িতে এসে নুরুল হকসহ দু’জন কর্মচারীকে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর দুই কর্মচারীকে রেখে ব্যবসায়ী নুরুল হককে নিয়ে যায় তারা। নুরুল হকের ছোট ভাই মহিউদ্দীন বলেন, গতকাল রাত সাড়ে ৮টা-৯টার দিকে ৫ জন পাহাড়ি সন্ত্রাসী দু’জন কর্মচারীসহ আমার বড় ভাইকে বেঁধে নিয়ে যায়। কিছুদুর গিয়ে কর্মচারী দু’জনকে বাঁধা অবস্থায় ফেলে আমার ভাইকে নিয়ে চলে যায়। পরে কর্মচারী দু’জন এসে আমাদের খবর দেয়। এখনও পর্যন্ত তার কোন খবর পাইনি। কেন নিয়ে গেছে? বা তারা কারা? সে বিষয়ে কিছু জানি না।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার কুহালং ইউনিয়নে একজনকে অপহরণের সংবাদ শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি এলাকায় এক নও মুসলিমকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।