বাংলার কাগজ ডেস্ক : দেশের ৭ জেলায় লকডাউনের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংসংস্থা (বিআইডব্লুটিএ)।
বিআইডব্লুটিএ-এর যুগ্ম পরিচালক (পোর্ট ও ট্রাফিক) মো. জয়নাল আবেদীন এই খবর নিশ্চিত করেন।
এছাড়াও ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও রাজবাড়ী এই ৭ জেলায় আগামীকাল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বলবৎ থাকবে।
সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ৭ জেলায় কঠোর লকডাউনের ঘোষণা দেন।