আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তথ্য ও গণমাধ্যম কেন্দ্রের পরিচালক দাওয়া খান মেনপাল বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার রাজধানী কাবুলের দারুল আমান রোডে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির তথ্য ও গণমাধ্যম কেন্দ্রের পরিচালককে হত্যার সঙ্গে তালেবান জাড়িত বলে দাবি করেছে দেশটির সরকার।
দাওয়া খান মেনপাল আফগানিস্তান সরকারের অবস্থান নিয়ে নিয়মিত টুইট করতেন। টুইটারে তার ফলোয়ার সংখ্যা প্রায় এক লাখ ৪২ হাজার।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই বলেছেন, ‘বর্বর সন্ত্রাসীরা আবারও একটি কাপুরুষোচিত হামলা চালিয়েছে এবং একজন দেশপ্রেমিক আফগানকে শহীদ করেছে।’
এদিকে, মার্কিন সেনারা আফগানস্তান ছাড়ার পর তালেবান দেশটির গ্রামাঞ্চলের বিশাল অংশ ইতোমধ্যেই দখলে নিয়েছে। এখন তারা দক্ষিণাঞ্চলের কান্দাহার ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হেবাত, হেলমন্দ প্রদেশের রাজধানী লস্কর গারসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলা চালাচ্ছে।