আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখল করে গোষ্ঠীটি।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সরকারি বাহিনী অতিরিক্ত সেনা পাঠাতে না পারায় জারাঞ্জের পতন হয়েছে।
দুই দশকের রক্তাক্ত যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গত মে মাস থেকে আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার শুরু করে। ইতোমধ্যে সিংহভাগ বিদেশি সেনা তাদের দেশে ফিরেছে। ঠিক এই সময়টিতেই তালেবান আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করছে।
ইরান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে জারাঞ্জ। এর আগে জারাঞ্জের আশেপাশের শহরগুলো দখল করে নিয়েছিল তালেবান।
টুইটারে দেওয়া এক পোস্টে তালেবান জারাঞ্জ দখলের দাবি করেছে।
এতে বলা হয়েছে, ‘এটা শুরু মাত্র এবং অন্য প্রদেশগুলো কত দ্রুত আমাদের হাতে পতন ঘটে তা দেখতে থাকুন।’