আন্তর্জাতিক ডেস্ক : কোথাও বড়, কোথাও ছোট, আবার কোথাও আগুন নিভু নিভু অবস্থায়। ষষ্ঠ দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছেন গ্রিসের জরুরি বিভাগের কর্মীরা। তবে এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পরিস্থিতি। প্রাণে বাঁচতে রোববার ইভিয়া দ্বীপ ছেড়ে চলে গেছে কয়েক হাজার মানুষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী এথেন্সের শহরতলির কাছাকাছি চলে এসেছিল দাবানল। তবে কোনো না কোনোভাবে আগুন নিভে যায়। তবে রাজধানী পূর্বদিকে অবস্থিত বড় দ্বীপ ইভিয়ার কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। এর ফলে প্রায় অর্ধশত গ্রামের কয়েক হাজার বাসিন্দা এলাকা ছাড়তে বাধ্য হয়।
ভাসিলিকিয়া নামের এক বাসিন্দা বলেন, ‘আমি ক্ষুব্দ। আমি আমার বাড়ি হারিয়েছি..আগামীকাল কিছুই থাকবে না। এটা বিপর্যয়। এটা বিশাল। আমাদের গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে, আমাদের বাড়ি, সম্পত্তি কিছু বেঁচে নেই…কিছুই নেই।’
দাবানলের মধ্যেই গত ৩০ বছরের মধ্যে গ্রিসে সবচেয়ে তীব্র তাপপ্রবাহ চলছে। তীব্র বাতাস ও তাপপ্রবাহের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলের কারণে দেশজুড়ে বনভূমির বিস্তৃত অংশ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং প্রাণিরা মারা যাচ্ছে।