আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তরচরবৃত্তির অভিযোগে মাইকেল স্পাভোর নামে কানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের ডানডং শহরের একটি আদালত। ২০১৮ সালে মাইকেল স্পাভোর, সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগসহ আটক হন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে, এই রায়ের ফলে চীন ও কানাডার সম্পর্কের আরও অবনতি ঘটবে।
যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যানকুভারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়াংজুকে আটকের কয়েক দিনের মাথায় চীনে আটক হন কানাডার এই দুই নাগরিক। কানাডা এ ঘটনাকে বিচার বর্হিভূত বলে আখ্যা দেয় সে সময়। আর হুয়াওয়ে কর্মকর্তাকে আটকের প্রতিশোধ হিসেবে এই দুই ব্যক্তিকে আটকের কথা অস্বীকার করে চীন।
বুধবার চীনের ডানডং আদালতের প্রকাশিত এক বিবৃতি থেকে জানা যায়, গুপ্তরচরবৃত্তি এবং বিদেশি রাষ্ট্রের গোপনীয়তার বিধান লঙ্ঘন করায় মাইকেল স্পাভোরকে ১১ বছরের সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার ইয়েন মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে কানাডার আরেক নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে চীনের অন্য একটি আদালত।