আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখলের পথে রয়েছে তালেবান। ইতোমধ্যে কান্দাহার শহরে তালেবান যোদ্ধারা প্রবেশ করতে শুরু করেছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
স্থানীয়রা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে তালেবান কান্দাহারে প্রবেশ করেছে। আহমাদ শাহ বাবা আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
কাবুল থেকে আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবান দাবি করেছে, তারা কান্দাহার দখল করেছে।
তিনি বলেছেন, ‘তালেবান এই মাত্র টুইটে জানিয়েছে, তারা কান্দাহার সিটি দখল করেছে। এটা পুরোপুরি সত্য কিনা আমরা বুঝতে পারছি না, তবে এতোটুকু আমরা বুঝতে পারছি, কান্দাহারে তীব্র লড়াই হচ্ছে। আজ দিনের শুরুতে আমরা বুঝতে পারছিলাম তালেবান জোর হামলা চালাচ্ছে কিন্তু এইমাত্র আমরা কিছু তথ্য জানতে পারছি যে, তালেবান নগরীর প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে।’
প্রায় চার লাখ বাসিন্দার নগরী কান্দাহারে সরকারের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নগরীটি দখলে রাখতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল আফগান বাহিনী।
মাত্র সাত দিনে তালেবান আফগানিস্তানের ১০টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। গত মে মাস থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদের আফগানিস্তান থেকে ফিরিয়ে নেওয়া শুরু হয়। এরপর থেকেই আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করে তালেবান। বুধবার এক মার্কিন কর্মকর্তা পূর্বাভাস দিয়েছেন, ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল দখল করতে পারে তালেবান।