আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে ২২ বছরের এক তরুণের গুলিতে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। পুলিশ শুক্রবার হামলাকারীর নাম জ্যাক ডেভিডসন বলে জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দক্ষিণপশ্চিম ইংল্যান্ডের প্লেমাউথ শহরে এ গুলির ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।
রয়টার্স জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে শটগান দিয়ে গুলি শুরু করে ডেভিডসন। প্রথমে সে বিডিক ড্রাইভের একটি বাড়িতে তার পরিচিত এক নারীকে গুলি করে। ওই বাড়ি থেকে বের হয়ে সে সড়কে এক শিশুকে ও তার সঙ্গে থাকা এক স্বজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনেরই মৃত্যু হয়। এসময় সে আরও দুজনকে লক্ষ্য করে গুলি ছুড়লে তারা গুরুতর আহত হয়। পরে সে পার্কে প্রবেশ করে এক পুরুষ ও এক নারীকে গুলি করে হত্যা করে। এরপর পুলিশ কর্মকর্তারা তাকে মোকাবিলা করতে গেলে সে ওই শটগান দিয়েই আত্মহত্যা করে।
পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই ।
ডিভন ও কর্নওয়াল পুলিশের প্রধান কনস্টেবল শাউন সয়ার জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে এই হত্যাকাণ্ডগুলো ঘটে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
যুক্তরাজ্যে বন্দুক হামলার ঘটনা বিরল। দেশটিতে ১১ বছর পর এ ধরনের ঘটনা ঘটল।