1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

কুয়াকাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় বুশরা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
গত শনিবার গভীর রাতে শশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুশরা নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের আব্দুস সোবহান শরীফের মেয়ে এবং কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড খাজুরা এলাকার ইয়াকুব খন্দকারের স্ত্রী। বুশরার ১৮ মাসের একটি সন্তান রয়েছে।

মৃতের চাচা মোস্তাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান, ২০১৮ সালের বুশরার বিয়ে হয়। তখন থেকেই তার সঙ্গে স্বামী ইয়াকুবের প্রায়ই ঝগড়া হতো। প্রায় সময়ই তাকে মারধর করতো তার স্বামী। শনিবার বিকেলে বুশরাকে মারধর করে তার শশুর বাড়ির লোকজন। এই কথা বুশরা তার বাবাকে জানালে বুশরাকে বাড়িতে আনার জন্য বাবা গেলে জামাই মেয়েকে না দিয়ে উল্টো গালাগালি করে শ্বশুরকে তাড়িয়ে দেয়। সন্ধ্যার পর (স্বামী) ইয়াকুব ফোন করে চাচাকে জানায়, আপনার ভাতিজিকে আমি রাগ হয়ে লাঠি দিয়ে কয়েকটা আঘাত দিয়েছি, তাতে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

বুশরার শাশুড়ি এ প্রতিবেদককে বলেন, আমি অজু করতে বাইরে গিয়েছিলাম। এসে দেখি ঘরের দরজা জানালা সব বন্ধ। পরে আমার নাতি সুমাইয়ার সহায়তায় জানালার গ্রিল ভেঙে দেখি বুশরা ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। এরপর রশি কেটে দিয়ে নিচে নামিয়ে লোকজন ডাক দেই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইয়াকুবকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!