1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

দ্বিতীয়বার চেয়ারম্যান: গায়ে হলুদ মেখে বরস্নান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ায় গায়ে হলুদ মেখে নাতি-নাতনীরা মিলে বরস্নান দিয়েছে আসাদুজ্জামান নামে এক চেয়ারম্যানকে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৭নং নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘিরে তার ছালুয়াতলাস্থ নিজ বাড়িতে এ গোসল দেওয়া হয়। আসাদুজ্জামান পেশায় একজন শিক্ষক এবং আওয়ামী লীগ মনোনীত দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান।

জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আসাদুজ্জামান মাস্টার। প্রতিদ্বন্দ্বিতায় ৩ হাজার ৭৪৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এ প্রতিদ্বন্দ্বিতায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চশমা প্রতীকে পেয়ছেন ২ হাজার ৮৫০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট। দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় নাতি-নাতনীরা মিলে আবদার করে ধরে তাকে সোমবার দুপুরে গায়ে হলুদ মেখে বরবেশে গোসল করায়। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সবার নজর কাড়ে।

এবারের নির্বাচনে নৌকার যেখানে প্রায় ভরাডুবি সেখানে টানা দ্বিতীয়বার ৮৯৮ ভোটের ব্যবধানে প্রতিক্ষকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিনি প্রশংসিত হয়েছেন। চেয়ারম্যান আসাদুজ্জামান উপজেলা শরীরচর্চা শিক্ষক সমিতির সভাপতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, নাতি-নাতনীরা আবদার করে। ওদের আবাদার রাখতেই তিনি হলুদ মেখে গোসলে বসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!