1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

নাসিমের দুই ছক্কায় ফাইনালে পাকিস্তান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : এখনো পা থেকে প্যাড খোলেননি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে নাসিম শাহ এলে তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দেন পাকিস্তান কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। গ্যালারি তখন কাঁপছিল নাসিম-নাসিম গর্জনে। হবেই বা না কেন? তার দুই ছক্কাতেইতো এদিকে-ওদিকে হেলতে থাকা ম্যাচে শেষ হাসি হাসে পাকিস্তান।

অথচ এই ওভার শুরুর আগেই ছিল ভিন্ন দৃশ্য। ১৭ বলে পাকিস্তান হারায় ৫ উইকেট। ছক্কা মারার পর ১৯তম ওভারে আসিফ আলীর আউটে আফগান বিশালদেহী দর্শকদের গগণবিদারি গর্জনে কাঁপতে থাকে শারজাহর গ্যালারি। শেষ ওভারে প্রয়োজন ১১ রান। হাতে আছে ১ উইকেট। স্ট্রাইকিং প্রান্তে আছেন পুঁচকে নাসিম শাহ। বোলিংয়ে অভিজ্ঞ ফজল হক ফারুকি। ইয়র্কার দিতে গিয়েই ফারুকি যেন ভুলটা করেন। পরপর দুটি ছয়ে জয় নিয়ে এশিয়া কাপের ফাইনালে নাম লেখায় পাকিস্তান।

ম্যাচের মাঝামাঝি সময়ে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কাবলি পরা এক আফগান সমর্থককে। নাক-মুখ ফেটে ঝরছে রক্ত। কর্তব্যরত নিরাপত্তারক্ষী জানালেন, গ্যালারিতে মারামারি করে তার এই অবস্থা। গ্যালারির এই উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠে। ১৯তম ওভারের ছক্কা মেরে পরের বলেই আউট হন আসিফ আলী। সঙ্গে সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ফরিদ-আসিফ।

পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪ বল হাতে রেখে ১ উইকেটে জয় নিশ্চিত করে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১২৯ রান করে আফগানিস্তান। রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৯ উইকেটে ১৩১ রান করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে ফাইনালে নাম লেখায় পাকিস্তান।  ছিটকে যায় আফগানিস্তান ও ভারত। ১১ সেপ্টেম্বর দুবাইতে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হলো না। এশিয়া কাপে যেন ছন্দ খুঁজে পাচ্ছেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফেরেন গোল্ডেন ডাক মেরে। প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ফখর-ইফতেখারের সঙ্গে জুটি গড়ে চেষ্টা করেছিলেন রিজওয়ান। কিন্তু তার ইনিংসটি ছিল ধীরগতির। ক্রিজে থিতু হয়ে চড়াও হতে চেয়েছিলেন। ২৬ বলে ২০ রান করে ফেরেন রশিদের বলে এলবিডব্লিউ হয়ে। ফখরও ৫ রানের বেশি করতে পারেননি।

এরপর শাদাব-ইফতেখারের ৪২ রানের জুটিতে প্রাণ ফিরে পায় পাকিস্তান। ২৬ বলে শাদাবের ৩৬ রানে জয়ের ভিত পায় বাবরের দল। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় পাকিস্তানের জন্য জয় যেন কঠিন হয়ে দাঁড়ায়। ৩৩ বলে ৩০ করা ইফতেখার ফেরার পরের ওভারেই ফেরেন শাদাব। আসিফ আলী এসেই ছক্কা হাঁকিয়ে চাপমুক্ত করেন। ৮ বলে ১৬ করে সেই আসিফ ফিরে যান ১৯তম ওভারের পঞ্চম বলে। মাঝে তিন ওভারে পাকিস্তান হারায় ৫টি উইকেট।

জয় যখন অকল্পনীয় সেটিকে সত্য করে তুললেন  ১৯ বছর বয়সী নাসিম। ৪ বলে ২ ছক্কায় ১৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন ফারুকি-ফরিদ। ২ উইকেট নেন রশিদ খান।

এর আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ৪ ওভার না যেতেই ৪০ রান যোগ করেন। ঝড়ো শুরুর এই ধারা অবশ্যই ধরে রাখতে পারেননি তারা শেষ পর্যন্ত। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৮ রান করা দল ১৩০ও করতে পারেনি। পাকিস্তানি বোলারদের চাপে হাত খুলে খেলতে পারেনি তারা। সর্বোচ্চ ৩৫ রান করেন ইব্রাহিম জাদরান। তাও করেন ৩৭ বল খেলে। ১৭ বলে ২১ রান করেন হজরতুল্লাহ জাজাই।

এই দুজন ছাড়া আর কেউ-ই বিশের ঘর পেরুতে পারেননি। শেষ দিকে ১৫ বলে ১৮ রানের ইনিংস খেলে লড়াকু স্কোর এনে দেন রশিদ খান। বল হাতে কৃপণ ছিলেন নাসিম। ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট। সর্বোচ্চ ২ উইকেট নেন হারিস রউফ। নাসিম ছাড়া ১টি করে উইকেট নেন হাসনাইন, নেওয়াজ ও শাদাব খান। ব্যাটে বলে পারফর্ম করে ম্যাচসেরার পুরষ্কার পান শাদাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com