1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

সাফ জয়ীদের টাকা না পেলে ক্ষতিপূরণ দেবে বাফুফে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : বিমানবন্দরে কৃষ্ণাদের টাকা চুরির ঘটনায় দুটি জিডি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)। টাকা না পেলে ক্ষতিপূরণ দেবে বাফুফে। এই কথা নিশ্চিত করেছেন ফেডারেশন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সোহাগ বলেন, ‘আমরা বিমানকে বলেছি, সিভিল অ্যাভিয়েশনকে বলেছি। দুটি জিডিও করেছি। জিডি ১টার দিকে সাইন করেছি। ইতোমধ্যে পৌঁছে গেছে।’

এসময় কৃষ্ণাদের চুরি যাওয়া সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানিয়েছেন নারী ফুটবল বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘সিভিল অ্যাভিয়েশন ও বিমানবন্দর তদন্ত করছে। সেটি আমরা বিকালে জানতে পারবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ১০ জন লোক ছিল লাগেজ দেখার জন্য। ওরা বাচ্চা মেয়ে। টাকা না পেলে আমরা ব্যবস্থা করবো।’

দেশে ফিরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হলো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে। অভাবনীয় গণসংবর্ধনা পাওয়ার আগে বিমানবন্দরে অন্তত তিন ফুটবলারের ব্যাগ থেকে দেড় লাখ টাকার বেশি টাকা চুরি হয়ে গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী ফুটবলার শামসুন্নাহার সিনিয়র। তার ব্যাগ থেকে চুরি হয়েছে ৪০০ ডলার। এ ছাড়া কৃষ্ণা-সানজিদার ব্যাগ থেকে চুরি হয়েছে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা।

শামসুন্নাহার এই ঘটনায় হতবাক। তিনি বলেন, ‘এটা তো অবাক হওয়ার মতো ঘটনা। এর আগে কখনও হয়নি এরকমটা। আমার ৪০০ ডলার হারিয়েছে। কৃষ্ণা-সানজিদার ৯০০ ডলার আর ৫০ হাজার টাকাও নেই।’

চুরির কথা নিশ্চিত করেছেন আরেক ফুটবলার তহুরাও। যদিও তার ব্যাগ থেকে কিছু চুরি হয়নি। মুঠোফোনে তিনি বলেন, ‘কৃষ্ণা আর সানজিদার ৯০০ ডলার একসঙ্গে ছিল। বড় শামসুন্নাহারের ৪০০ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় কৃ্ষ্ণার ব্যাগে ছিল ৫০ হাজার টাকা।’

এ ছাড়া তহুরা বিভিন্ন লাগেজের চেইন টানাটানি করে নষ্ট করে দেওয়ার অভিযোগ করেন, ‘ঋতুর  লাগেজ টানাটানি করে নষ্ট করে দিয়েছে। এভাবে কয়েকটি ব্যাগ টানাটানি হয়েছে। একটা হ্যান্ড লাগেজ খুলে উল্টে রেখে দিয়েছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com