1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু ইসরায়েলে ১৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুল্লাহর হামলা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমন নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত, অন্ত্র উদ্ধার

কলাপাড়া বিএনপিতে একক নেতৃত্ব, আওয়ামী লীগে দ্বিধা-বিভক্তি

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুলাই, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালী-৪, জাতীয় সংসদের ১১৪, কলাপাড়া-রাঙ্গাবালী আসনের স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। দীর্ঘদিন দলীয় কর্মসূচী পালন করতে না দিলেও বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের পদচারনায় এখন সরগরম স্থানীয় দলীয় কার্যালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুখে অংশ না নেয়ার কথা বললেও ভেতরে ভেতরে মাঠ গোছাতে শুরু করেছে দলটি।

ইতোমধ্যে দলটির ইউনিয়ন ও পৌরসভা ইউনিটের সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবদলের উপজেলা, থানা ও পৌর কাউন্সিলের মাধ্যমে সকল সহযোগী সংগঠনের সম্মেলন প্রায় সম্পন্ন। এতে নতুন নেতৃত্ব এসেছে যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মৎস্যজীবীদল ও ছাত্রদলে। এখন মূল দলসহ অংগ ও সহযোগী সংগঠনের সবাই একাট্টা বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের নেতৃত্বে। বিএনপি থেকে তাকে এমপি হিসেবে দেখতে চায় দলের তৃনমূলের নেতা-কর্মীরা, সেই লক্ষ্যে প্রতিনিয়ত তৃনমূলে শক্ত অবস্থান তৈরিতে ব্যস্ত সময় পার করছে এখন কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দ।

অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় সাংসদ অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিব্বুর রহমান মহিব দলের তৃণমূল নেতা-কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের গত ১৪ বছরে তার নির্বাচনী এলাকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। তিনি বারংবার সাধারণ মানুষ ও গণমাধ্যমের মুখোমুখি হয়ে গত ৪ বছরে তার উন্নয়নযজ্ঞ, নির্বাচনী ইশতেহারে দেয়া ওয়াদার বাস্তবায়ন ও আগামীর পরিকল্পনা তুলে ধরছেন।

এছাড়াও স্মর্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্বপ্ন বুনে চলছেন। কিন্তু দলের অভ্যন্তরে রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। এদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অঅলহাজ্ব মো. মাহবুবুর রহমান ও তার ভাই, উপজেলা আওয়ামী লীগের সদস্য অব. ব্রিগেডিয়াল জেনারেল মো. হাবিবুর রহমান রয়েছেন। এ দুই ভাইয়ের মনোনয়ন যুদ্ধ এখন তাদের পরিবার, আত্মীয়-স্বজনসহ দলীয় অনুসারীদের মধ্যে ব্যাপক জনমত সৃষ্টি করেছে বলে দাবী করছে একাধিক সূত্র। এ নিয়ে শহরে নানান মুখরোচক গল্পও রয়েছে। তবে তাদের দুই জনেরই দাবী, তাদের মধ্যে কোনো দ্বিধা-বিভক্তি নেই।

ক্ষমতাসীন এ দলটিতে রয়েছে আরও অসংখ্য মনোনয়ন প্রত্যাশী, রয়েছে সাবেক ছাত্রনেতা-যুবনেতা। তবে সকলেরই দাবী শেখ হাসিনার নেতৃত্বে তাঁরা ঐক্যবদ্ধ। তৃণমূলের একাধিক নির্বাচনে দলের নৌকা প্রার্থীর পক্ষে-বিপক্ষে কাজ করে আলোচনায় উঠে আসা এসব নেতাদের দাবী, নেত্রী যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবেন তারা।

তবে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে একাধিক সূত্রের। আবার কেউ কেউ দাবী করছেন দলের অভ্যন্তরে ও তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে দ্বন্ধ সৃষ্টির বীজ বুনে চলছেন কোন কোন নেতা। নির্বাচন এগিয়ে আসায় দলের অভ্যন্তরে অনুপ্রবেশকারী ও তাদের মাশলম্যানরা সক্রিয় বলেও তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, বিএনপি ও এর তৃণমূল এখন এবিএম মোশাররফ হোসেনের নেতৃত্বে অনেক শক্তিশালী। দীর্ঘদিন ক্ষমতাসীনরা আমাদের দলীয় কর্মসূচী পালনে বাঁধাসহ মামলা-হামলা দিয়েও আমাদের নেতা-কর্মীদের মনোবল ভাঙ্গতে পারেনি। নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হলে এবিএম মোশাররফ হোসেন হবেন এখানকার এই জনপদের সবচেয়ে বেশী ভোটে নির্বাচিত জনপ্রিয় এমপি।

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র, সুশাসন, ভাত, কাপড় ও ভোটাধিকার প্রতিষ্ঠার দল। তাই এমপি মহিববুর রহমান মহিবের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ এখন আরও সু-সংগঠিত ও ঐক্যবদ্ধ। আওয়ামী লীগে কোন দ্বিধা-বিভক্তি নেই। মনোনয়ন প্রত্যাশায় দলের অভ্যন্তরে যারা বিভক্তির পাঁয়তারা করছে তাদের সম্পর্কে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে ব্যাপক তথ্য রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com