রাজনীতি ডেস্ক: বিএনপির কর্মসূচির দিন (২৭ জুলাই) যুবলীগের সমাবেশ ডাকা-কে সরকারের সংঘাত সৃষ্টির চেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারি দল পরিষ্কারভাবে সংঘাত সৃষ্টি করতে চাচ্ছে। কোনও ধরনের সংঘাত হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।
সরকারি দলকে তাদের সমাবেশের তারিখ পরিবর্তনের আহ্বান করেন মির্জা ফখরুল। সোমবার (২৪ জুলাই) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বরাবরের মতো সরকার আবার রাস্তাঘাট-যানবাহনের বাধা-বিঘ্ন সৃষ্টি করতে চাচ্ছে। গত কয়েক দিনে সরকারের মন্ত্রীরা হুমকি দিচ্ছে। স্পষ্টত তারা সংঘাত সৃষ্টি হুমকি দিচ্ছে। কিন্তু দেশের জনগণ এখন রুখে দাঁড়িয়েছে।
সভা-সমাবেশ করা তাদের সাংবিধানিক অধিকার- উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা আমাদের বাক স্বাধীনতার, সভা সমাবেশের স্বাধীনতায় বাধা দিচ্ছে। গুম-খুন এখন এ সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। দেশের মানুষ ভয়াবহ এ বেআইনি দানব সরকারের হাত থেকে মুক্তি চায়। বিদেশিরাও আজ দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়।
ফখরুল আরও বলেন, শুধু বিএনপি নয়- ৩৬টি দল আজ একই দাবিতে মাঠে নেমেছে। সিপিবিও দাবি করেছে- এ সরকারের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জাতীয় পার্টি ও চরমোনাই পীরও সরকারের পদত্যাগ দাবি করেছে।
তিনি আরও বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ভেন্যুর ব্যাপারে জানিয়েছি। আশা করি আজকের মধ্যেই তা চূড়ান্ত হবে।
সরকারি কর্মকর্তাদের কাছেও সমর্থন প্রত্যাশা করে বিএনপি মহাসচিব বলেন, এটা জনগণের আন্দোলন। আপনাদের একাত্মতা পোষণ করা উচিত। মাঠে নামা উচিত। কারণ আমাদের আন্দোলন জনগণের ভোটাধিকারের জন্য।