বাংলার কাগজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সহায়তা পেয়েছেন-এমন একটি চেক ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এই পোস্টটিকে অসত্য দাবি করেছেন বিএনপি নেতারা।
বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী বলেন, ‘মির্জা ফখরুল স্যারের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। স্যার এটাকে পুরোপুরি গুজব, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, তার সম্মানহানি এবং তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নকল চেক বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও পোস্টটিকে অসত্য দাবি করেছেন। তিনি বলেন, ‘এটা চমৎকার নোংরামির উদাহরণ। এ ধরনের নোংরামি যারা করতে পারেন, তাদেরকে কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে সেটা ভেবে চিন্তে করা উচিত। এ ধরনের মানুষদের বলবো গুজব ছড়ানো থেকে বিরত থাকবার জন্য।’
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চেকটি ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটি বলছে, তারা ভাইরাল হওয়া চেকটি বিশ্লেষণ করেছে। চেকটির অ্যাকাউন্টের নাম ও নম্বরের সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অ্যাকাউন্টের নাম ও নম্বরের মিল নেই।
উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট পরিবারসহ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।