1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

প্রশস্ত হলো থানা রোড, নালিতাবাড়ী শহরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : গড়ে দশ ফুট প্রশস্ত হলো থানা রোড। আশপাশের বাসাবাড়ির পানি নিস্কাশনের জন্য সাথে রয়েছে ড্রেন। যেখানে দুটো রিকশা বিপরীত দিক থেকে এলে পাশাপাশি কেটে যাওয়ার রাস্তা ছিল না। সেখানে পুলিশের পিকআপ, ফায়ার সার্ভিসের গাড়ি থেকে ছোট ও মাঝারি সবধরণের যানবাহন চলবে অনায়াসে। ফলে ঘনবসতিপূর্ণ আমবাগানবাসীর দীর্ঘদিনের সমস্যা কেটে পূরণ হলো স্বপ্ন। অনেকটা কাঠখড় পুড়িয়ে এমনকি প্রশস্ত করতে গিয়ে আশপাশের অনেকের জায়গা পড়ায় গাঁটের টাকা খরচ করতে হয়েছে কর্র্তৃপক্ষকে। এর পুরোটাই হাসিমুখে কিন্তু কঠোর পদক্ষেপে বাস্তবায়ন করলেন শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ী’র টানা দ্বিতীয় বারের মেয়র আবু বক্কর সিদ্দিক।

জানা গেছে, শহরের ৪নং ওয়ার্ডের আমবাগান মহল্লার চেয়ারম্যান আরসিসি রোড থেকে থানা গেইট পর্যন্ত সড়কটি ছিল অত্যন্ত সরু। কোন কোন অংশে একটি রিকশা চললে পাশ কেটে অন্য রিকশা যাওয়ার কোন সুযোগ ছিল না। ফলে রাস্তাটি প্রশস্ত করা ছিল জরুরী। বিশেষ করে- থানা, জেলা পরিষদ ডাকবাংলো, কর্মজীবি মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার, সার্জেন্ট আহাদ প্রাঙ্গন, আব্দুর রশিদ মহিলা ডিগ্রী কলেজ, তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, চারু সরকারী প্রাথমিক বিদ্যালয়, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ মানুষ এ পথে যাতায়াত করে থাকেন। এছাড়াও ঘনবসতি হওয়ায় অগ্নিকা-ের মতো কোন দূর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের কোন ব্যবস্থাই ছিল না। ছিল না অসুস্থ কারও জন্য এ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থা। এমতাবস্থায় শহরের অতিগুরুত্বপূর্ণ এ রাস্তাটি প্রশস্ত করা ছিল সময়ের দাবী। একদিকে বরাদ্দের অপ্রতুলতা অন্যদিকে বড় সমস্যা হয়ে দাড়িয়েছিল জায়গা সংকট। আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকার এ রাস্তাটির দুই পাশে ছিল মালিকানা জমি ও বাউন্ডারি ঘেরা। ফলে কোনভাবেই রাস্তাটি প্রশস্ত করা যাচ্ছিল না। এমতাবস্থায় পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক উদ্যোগ নেন রাস্তাটি প্রশস্ত করার পাশাপাশি ড্রেন নির্মাণের।

পৌর প্রকৌশল সূত্র জানায়, চেয়ারম্যান আরসিসি সড়ক থেকে থানা গেইট পর্যন্ত ২৩০ মিটার এবং একই সঙ্গে চেয়ারম্যান সড়কের মোড় হতে ডাঃ আব্দুল হামিদের বাসার গেইট পর্যন্ত আরও প্রায় ৩০ মিটার মিলে মোট ২৫০ মিটার রাস্তা নির্মাণ কর হয়। সিসি ঢালাই এ রাস্তাটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ লাখ টাকা।
সূত্র জানায়, রাস্তাটি পুননির্মাণের শুরু থেকেই ব্যাপক প্রতিবন্ধকতা দেখা দেয় আশপাশের বাসিন্দাদের অনেকের কাছ থেকে। অনেকেই জায়গা দিতে অস্বীকৃতি জানান। ফলে স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায় প্রতিকূলতা ঠেলে অবশেষে রাস্তাটি প্রশস্ত করা হয়। এতে কোন কোন জমির মালিককে আর্থিক ক্ষতিপূরণ পর্যন্ত গুণতে হয়েছে কর্র্তৃপক্ষকে।

স্বস্তির নিঃশ্বাস ফেলে এলাকাবাসী জানান, রাস্তাটি প্রশস্ত হওয়ায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। এখন থেকে অগ্নি নির্বাপনের গাড়ি, পুলিশের গাড়ি, এ্যাম্বুলেন্সসহ সবধরণের মাঝারি যানবাহন এ পথে চলতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com