শেরপুর : শেরপুরের নকলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ধনাকুশা এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে শনিবার শেরপুরে মারা গেছে শাহ পরান নামে আরেক শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন বিকেল ৪টার দিকে নিজের গরুর জন্য ঘাস কাটতে ধনাকুশা গ্রামের নদীর পাড়ে যান। ঘাস কাটা অবস্থায় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে কৃষক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে শেরপুর সদর উপজেলার সাপমারি গ্রামে বজ্রপাতে মারা গেছে আট বছর বয়সী মাদরাসা ছাত্র শাহ পরান। আহত হয়েছে মোরছালিন নামে আরও এক শিশু। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহ পরান ও আহত শিশু মোরছালিনসহ কয়েকজন শিশু বাড়ির সামনে মাঠে খেলা করছিল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বজ্রপাত ঘটে। এতে শিশু শাহ পরান ঘটনাস্থলেই মারা যায় এবং আহত হয় মোরছালিন।