ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে আলহাজ্ব এসএম এ ওয়ারেজ নাইম মডেল কলেজের ৪২ জন ছাত্র-ছাত্রীর মাঝে নিজস্ব তহবিল থেকে বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আলহাজ্ব এস.এম.এ ওয়ারেজ নাইম মডেল কলেজের উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এর অর্থায়নে,বৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
আলহাজ্ব এস.এম.এ ওয়ারেজ নাইম মডেল কলেজের অধ্যক্ষ মো: ইমরুল কায়েস এর সভাপতিত্বে ও নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং অত্র কলেজের অফিস সহকারী মোঃ আহসান কবীর এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান অতিথির সহধর্মিণী ছাবিনা ওয়ারেজ পলি, আলহাজ্ব এস.এম.এ ওয়ারেজ নাইম মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও নলকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী ফর্সা, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছামিউল হক রনি প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালে আলহাজ্ব এস.এম. এ ওয়ারেজ নাইম মডেল কলেজটি স্থাপিত হওয়ার পর অত্যন্ত নিরিবিলি পরিবেশে ও আন্তরিকতার সাথে দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান করে আসছে। বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানটি’র সভাপতি আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম’র প্রতি সন্তুষ্ট হয়ে সকল শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এতে উপজেলা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।