1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

জাতীয় হকার্স নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা: মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্যফোরামের উদ্যোগে জাতীয় হকার্স নীতিমালা প্রণয়নসহ ৬ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের দাবি সমূহ হলো—
১। জাতীয় হকার্স নীতিমালা প্রণয়ন করতে হবে।
২। ভূমিহীন হকার্সদের পুনর্বাসনের জন্য ঢাকার আশেপাশে সরকারি খাসজমিতে হকার্স পল্লী গড়ে তুলতে হবে।
৩। হকার্সদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র জমা রেখে সহজ শর্তে সুদমুক্ত ঋণ দিতে হবে।
৪। হকার্সদের পুনর্বাসনের লক্ষ্যে ১০০ কোটি টাকার হকার্স তহবিল গঠন করতে হবে।
৫। নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য রেশনিং প্রথা চালু করতে হবে।
৬। নিত্যপ্রয়োজনীয় পণ্য (মাছ—মাংস সহ) সর্বনিম্ন ১০০ গ্রাম বিক্রি বাধ্যতামূলক করতে হবে।

বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুপ আলী সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সিনিয়র সহ—সভাপতি ফারুক আহাম্মদ জামালপুরী, সহ—সভাপতি শেখ হোসাইন আহমেদ, মোঃ আলমগীর হোসেন মন্ডল, আইয়ুব আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন সিকদার, সাংগঠনিক সম্পাদক ক্বারী কাজী মোঃ বোরহান উদ্দিন চিশতি, প্রচার সম্পাদক শেখ মোঃ আলী হায়দার, দপ্তর সম্পাদক মোঃ নাসির হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম, নাম প্রস্তাবকারী মোঃ হাবিবুর রহমান শামীম, মোঃ রাসেল, মোঃ সেলিম চৌধুরী, মোঃ মিজানুর রহমান ফকির, মোঃ বিল্লাল হোসেন মজনু, মোঃ শাহজাহান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবহন হকার্সদের স্থায়ী ভাবে ব্যবসা পরিচালনার স্বার্থে হকার্স মার্কেট নির্মাণ করে তাদের মাঝে দোকান বরাদ্দ করতে হবে। তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com