বান্দরবান : “শান্তি ও সমৃদ্ধির চেতনায় উজ্জীবিত মাহা সাংগ্রাইং” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫।
বুধবার (২ এপ্রিল) বিকেলে বান্দরবান ঐতিহ্যবাহী রাজার মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বান্দরবান সেনা জোনের জেডএসও লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা, বান্দরবান সদর থানার ওসি তদন্ত আবুল হাসেম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি থুইসিং প্রু লুবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বলেন, ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে যেতে হবে। ক্রীড়ার কোনো বিকল্প নেই। তিনি সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত পরিচালনার আহ্বান জানান।
এবারে টুর্ণামেন্টে জেলা সদরের ২২টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। চুড়ান্ত খেলায় রোয়াংছড়ি বিজয় পাড়া ক্রিকেট দল প্লাসিড পালস কালাঘাটা ক্রিকেট দল ক্লাব উত্তেজনাপূর্ণ ম্যাচে প্লাসিড পালস কালাঘাটা দল ৫ উইকেটে ৯৬ রান করে, আর রোয়াংছড়ি বিজয় পাড়া দল ৫ উইকেটে ১২৫ রান করে চ্যাম্পিয়ন হয়। চূড়ান্ত ম্যাচ শেষে মারমা সম্প্রদায়ের নৃত্য পরিবেশনা অনুষ্ঠানের মাত্রা বাড়িয়ে দেয়। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।