1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

নালিতাবাড়ীতে তক্ষকসহ চোরাচালান চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী থেকে বিলুপ্তপ্রায় দুটি জীবিত তক্ষকসহ বন্যপ্রাণী চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের টেংরাখালী মো থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পাটকৃষ্ণপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে রুহুল আমিন মন্ডল (৫২), কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের মৃত শামছুল হকের ছেলে আবু সায়েম (৪৭) ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (৪২)। তারা সবাই ঢাকায় বসবাস করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল কাদের মিয়ার নির্দেশনায় এসআই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে মাদকবিরোধী অভিযানে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী ব্রিজে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক চোরাচালানের সংবাদ পেয়ে টেংরাখালি মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রুহুল আমিন, আবু সায়েম ও আশরাফুলকে গ্রেফতার করা হয়। একইসাথে তাদের হেফাজতে থাকা দুটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদকালে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বন্যপ্রাণী তক্ষক কেনাবেচা করে আসছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন বনাঞ্চল থেকে তক্ষক সংগ্রহ করে উচ্চমূল্যে ভারতীয় হারবাল ওষুধ তৈরি প্রতিষ্ঠানে বিক্রি করে থাকে। ১৮ ইঞ্চির একেকটি তক্ষক ১০ থেকে ২০ লাখ টাকায় বিক্রি করে তারা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশের (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com