1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

বান্দরবানের বিশ্ব পর্যটন দিবস পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

বান্দরবান : “পর্যটনের পরিবেশ বান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সামনে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এরপর বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। অংশ নেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়েরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন হোটেল-মোটেল ও পর্যটন কেন্দ্রগুলোতে ছাড় দেওয়া হয়েছে। যাতে করে এই জেলায় আবারো পর্যটক আগমন ঘটে। তাছাড়া এই জেলায় পর্যটন মৌসুমে পর্যটকদের যে মুখর পরিবেশ সেটি যেন আবারো তৈরী হয় সেদিকে আমরা এগোচ্ছি।

এদিকে ভোর ৫টায় বান্দরবান বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় মিনি ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা। প্রায় ১১কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে রাজার মাঠে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা অংশগ্রহণ করেন ৫৪ জন ক্রীড়ামোদিরা। তাছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আলোচনা সভা আয়োজন করেছেন আয়োজকরা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজীমী, ফায়ার সার্ভিস উপ- পরিচালক পুনচন্দ্র মুৎসুদ্দী, ট্যুরিস্ট পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো, এমএম শাহনেওয়াজ, জেলা পরিষদের সদস্য সিয়ং খুমী, প্রশাসনিক কর্মকর্তা উচিংমং মারমা, হোটেল-মোটেল মালিক সমিতি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ গণমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com