নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় Multi Actor Partnership on climate and Disaster Risk and Finance and Insurance Project এর আওতায় কেয়ার বাংলাদেশ এর অর্থায়নে ও অ্যাওসেড এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর নির্বাহী পরিচালক শামীম আরিফেনের সভাপতিত্বে শরণখোলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম। বিশেষ অতিথি ছিলেন- উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মৃত্যুঞ্জয় দাস, সাবেক বিআরডিবির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা আব্দুল হাই, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ-আল ফয়সাল, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু ও সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাবির আহমেদ মুক্তা, তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র প্রভাষক ও শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, আওয়ামী লীগ নেতা অদূত আকন, এনজিও রূপান্তরের উপজেলা কোঅর্ডিনেটর আলমগীর হোসেন মিরু, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, অ্যাওসেড এর কর্মকর্তা লাবন্য, লার্নিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মারুফ, কেয়ার বাংলাদেশ কর্মকর্তা মোঃ তৈয়ব আলী, হিমাদ্রি সরকার মন্ডল, ম্যানেজার হেলেনা আক্তার।
বক্তারা জলবায়ুর ঝুঁকিতে বাংলাদেশ এ সম্পর্কে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।