নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কিরাত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়াহান উদ্দিন আকন শান্ত। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্জ আজমল হোসেন মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমএ খালেক খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়েন্দা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আব্দুর রহিম ফরাজী।
এসময় আরো উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, সোনালি মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল্লাহ আল বাকী, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক বদিউজ্জামান বাদল, রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদের সচিব মোঃ আব্দুর রাজ্জাক ফরাজী। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।
এছাড়া সন্ধ্যায় উপজেলা জামে মসজিদে মিলাদুন্নবী উপলক্ষে মূল্যবান আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম ও মাওলানা নুর মোহাম্মদ খান।