1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

মিথ্যা বলে ভোট নেয়ার দিন শেষ: বীর বাহাদুর উশৈসিং

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর বলেছেন, মিথ্যা বলে ভোট নেয়ার দিন এখন আর নেই, জনগন চায় উন্নয়ন। আর এই জনবান্ধব উন্নয়নের মাধ্যমে জনগনের ভালোবাসা অর্জন করতে হবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে রোয়াংছড়ি বটতলি পাড়াবাসী ও রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে বটতলী পাড়া সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহার প্রঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, এই সরকারের আমলেই জেলার এমন কোন উপজেলা আর বাকি নেই, যেখানে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হয়নি। প্রত্যেকটি সেক্টরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পার্বত্য উন্নয়ন নীতি বাস্তবায়ন হয়েছে।

রোয়াংছড়ি শিক্ষা উন্নয়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, রোয়াংছড়ি উপজেলায় পূর্বের চেয়ে শিক্ষা ব্যবস্থায় উন্নতির ফলে বেড়েছে শিক্ষার হার। আগামীতেও জনগণের ভালোবাসায় পার্বত্য বান্দরবানে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। প্রকল্প মধ্যে রয়েছে- উন্নয়ন বোর্ডের অর্থায়নে মংপ্রু পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ, বৈক্ষ্যং পাড়া বৌদ্ধ বিহার ও স্কুল নির্মাণ, বটতলী ও শাকুমঝিরি বৌদ্ধ বিহার নির্মাণ এবং জেলা পরিষদের অর্থায়নে স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের হোস্টেল ভবন নির্মাণ। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ টাকা।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,জেলা পরিষদের সদস্য, মোজাম্মেল হক বাহাদুর, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ খোরশেদ আলম চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি চহ্লামং মারমাসহ রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com