1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

উদ্ধার হওয়া হারানো ৩০টি ফোন ও বিকাশে টাকা হস্তান্তর করেছে এপিবিএন

  • আপডেট টাইম :: সোমবার, ২ অক্টোবর, ২০২৩

বান্দরবান : দেশের বিভিন্ন সময়ে জনসাধারণের হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৭৫ হাজার ছয় শ’ত ৯৫ টাকা উদ্ধারের পর তা মূল মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন)।

সোমবার (২অক্টোবর) বিকেলে ২ এপিবিএন মেঘলা বান্দরবান কার্যালয়ে বিভিন্ন জেলার জনসাধারণের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে তা মূল মালিকের কাছে হস্তান্তর করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

প্রেস সূত্রে জানানো হয়, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় এএসআই রবিউল করিম সিকদারের তৎপরতায় বিভিন্ন সময়ে বিভিন্ন জেলা হতে হারিয়ে যাওয়া মোবাইলের জিডি মূলে তা উদ্ধার করে ২ এপিবিএন এর সাইবার টিম ও ইন্টেলিজেন্স বিভাগ। এছাড়াও ভূচক্রমে কয়েকজন গ্রাহকের মোট ৭৫হাজার ৬৯৫ টাকা অন্য একাউন্টে চলে যাওয়ার পর তা উদ্ধার করে ২ এপিবিএন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com