শ্রীবরদী (শেরপুর) : প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। ২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য বিভাগীয় পর্যায়ে তাঁকে নির্বাচিত করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরেপড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ তাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন৷ সেজন্যই দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে গেছে। বিগতদিন থেকেই শ্রীবরদীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমার নজরদারি বেশি৷ কারন একজন শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় থেকেই গড়ে উঠে৷ শিশু শ্রেনি থেকে ওই শিক্ষার্থীদের যা শেখানো হবে মাধ্যমিকে গিয়ে তাই শিখবে৷ এজন্য সবসময় প্রাথমিককে বেশি গুরুত্ব দিয়ে থাকি৷
তিনি আরও বলেন, প্রতিমাসে শ্রীবরদীর বিভিন্ন ক্লাস্টার ভিত্তিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করে থাকি৷ মানসম্মত শিক্ষা বাস্তবায়নে আমাদের সবার এগিয়ে আসতে হবে৷ আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ৷ তাই শিক্ষাখাত এগিয়ে গেলে আপনারা শুধু একাই উপকৃত হবেন না, উপকৃত হবে দেশবাসী।
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।