শেরপুর : একান্ন লাখ টাকা মূল্যের হেরোইনসহ শামীম হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব জামালপুর।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শেরপুর সদর উপজেলার জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে র্যাব। আটককৃত শামীম হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার খরপা বাজারপাড়া এলাকার ফিরোজ আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর শেরপুর-জামালপুর মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। অভিযানকালে সিএনজিযোগে ওই যুবক জামালপুর থেকে শেরপুর হয়ে বকশিগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় সিএনজি থামিয়ে তল্লাসী চালালে ৫১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার বাজার মূল্য একান্ন লাখ টাকা। আটক করা হয় হেরোইন বহনকারী যুবক শামীমকে।
সূত্র জানায়, আটক শামীম চল্লিশ হাজার টাকার বিনিময়ে হোরোইনের চালানটি বগুড়া থেকে বকশিগঞ্জে পৌছে দেওয়ার কাজ করছিল। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। আটককৃত শামীমকে রাতেই শেরপুর সদর থানায় হস্তান্তর করে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব।