নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই দফায় ৪৮ বোতল ভারতীয় রয়েল স্টেগ ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে থানা পুলিশ। একইসাথে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই যবককে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে গেছে আরও এক যুবক।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে পৌর শহরের কাচারীপাড়া ও ছালুয়াতলা মরাখালি এলাকা থেকে জড়িতদের গ্রেফতার এবং মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোর্সকে কাজে লাগিয়ে প্রথমে শহরের কাচারীপাড়া মহল্লা থেকে ৫ বোতল রয়েল স্টেগ ভারতীয় মদসহ সাগর চন্দ্র মন্ডল (২০) ও রাতুল সূত্রধরকে (১৯) গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের মরাখালি এলাকা থেকে আরেক মাদক কারবারী ভজনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে গোয়ালঘরের মাটির নিচ থেকে একই ব্র্যান্ডের আরও ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে ভজন এর আগেই পালিয়ে যায়। মাদকবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।
এ বিষয়ে রাতেই গ্রেফতারকৃত ও পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। বুধবার তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে।