বান্দরবান : “বঙ্গবন্ধুর বাংলায় নার্স কেনো রাস্তায়, শেখ হাসিনার বাংলায় নার্স কেনো রাস্তায়” এ ধরনের স্লোগানে রাজপথে নিজেদের অধিকার আদায়ের জন্য বান্দরবানে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ন্যায্য ইন্টার্ন ভাতা না পাওয়ায় দাবিতে ২ ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে ইন্টার্ন নার্সদের সংগঠন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি পালন করে তারা। তাদের দাবী DGNM (ডিজিএনএম) থেকে পত্র প্রেরণ, DGNM (ডিজিএনএম) থেকে ইন্টার্ন ভাতা বরাদ্দ ও মঞ্জুরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হলেও এখনো পর্যন্ত ইন্টার্ন ভাতা বাবদ কোনো বরাদ্দ প্রদান করা হয়নি নার্সদের।
এদিকে ভাতা না পাওয়ায় নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে থাকা মেয়েদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে মানববন্ধন থেকে দাবি তুলেন তারা।
এ সময় বক্তারা বলেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে প্রতি মাসে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায় ইন্টার্ন করা নার্সদের। ইন্টার্ন বিষয়গুলি কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও তারা জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনটির আহবায়ক কানিজ ফাতেমা, সভাপতি ফারহানা ফাহিম, সিনিয়র সহ সভাপতি আল হাসিব আহমেদ মিঠু, যুগ্ম সম্পাদক সুবর্ণা দাশ, সংগঠনিক সম্পাদক জনি আকতার, দপ্তর সম্পাদক দোলনা, কর্ম সম্পাদক জয়াসহ অনেকে।