শেরপুর : একটি অটোরিকশার লোভে সামলাতে পারেনি আপন খালাতো ভাই শামীম মিয়া। আপন এ খালাতো ভাইয়ের হাতেই নির্মমভাবে খুন হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অটোরিকশা চালক আরব আলী (২১)। হত্যাকা-ের দুই দিন পর হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ওই খালাতো ভাইসহ তিনজন এবং অটোরিকশা কেনা-বেচায় জড়িত থাকায় আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোনালিসা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, আরব আলী হত্যার সাথে জড়িত অভিযোগে তারই খালাতো ভাই শামিম মিয়াকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। এরা হলো- আরব আলীর খালাতো ভাই বনগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত শাহ আলীর ছেলে শামীম ওরফে উছমান ওরফে হেদা (২৫), জোলগাঁও কয়রোড গ্রামের রজব আলীর ছেলে হামিদ ওরফে সোজা (২৪) ও বনগাঁও চকপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহেল রানা (২৫)। পরে তার দেয়া তথ্যে আরও দুইজনকে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত দুইটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়াও আসামীদের দেওয়া তথ্য বিচার-বিশ্লেষণ করে অটোরিকশা কেনা-বেচার সাথে জড়িত আরও চারজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরা হলো- শেরপুর পৌরসভার পূর্ব নবীনগর ড্রাইভার পট্টীর আব্দুল করিমের ছেলে বাবুল মিয়া (৩৫), ঢাকলহাটী মহল্লার মৃত রফিকুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২২), নাগপাড়া মহল্লার মৃত হাসমত আলীর ছেলে ফরহাদ আলী (২৪) ও ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও কয়রোড গ্রামের মৃত জালাল আহম্মেদের ছেলে আবেদ আলী ওরফে ফকির (৩৭। পরে সাত আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বনগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আরব আলী অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন রোববার সকালে তার মা ছামেদা খাতুন ঝিনাইগাতী থানায় একটি সাধরাণ ডায়েরী করেন। ২ অক্টোবর সকালে উপজেলার রাংটিয়া দেওয়ান পাড়া গ্রামের একটি খাল থেকে আরব আলীর মরদেহ উদ্ধার করা হয়।