নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ নবী হোসেনকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
কন্যাশিশুর বাবা আব্দুল কাইয়ুমের দায়ের করা মামলায় শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ জানায়, গত ২৮ আগস্ট দুপুরে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের গাছ কাটা শ্রমিক আব্দুল কাইয়ুমের সাত বছর বয়সী কন্যা শিশু বিদ্যালয় থেকে ফিরে বাড়ির পাশের দোকানে যায়। দোকান থেকে ফেরার পথে প্রতিবেশি বৃদ্ধ নবী হোসেন শিশুটিকে ডেকে ব্রয়লার মুরগী রাখার ছোট একটি ঝুপড়ি ঘরে নিয়ে যায়। পরে ফুসলিয়ে বস্ত্র খোলে গোপনাঙ্গ স্পর্শ করে ও ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি গোঙানির মতো আওয়াজ করলে ওই ঘরের পাশ দিয়ে যাওয়া আরেক শিশু ও কন্যাশিশুটির ফুপাতো ভাই জিসান ঘরে উঁকি দেয়। এতে ঘটনা দেখে ফেললে বৃদ্ধ নবী হোসেন একশ টাকার লোভ দেখিয়ে এ কথা কাউকে বলতে বারণ করে ও কন্যা শিশুটিকে ছেড়ে দেয়। পরে বাড়ি ফিরে শিশুরা এ ঘটনা খোলে বলে।
এদিকে এর কিছুক্ষণ পর পুলিশ অন্য একটি ঘটনার তদন্ত ও আসামী খোঁজতে গেলে কন্যাশিশুুটির স্বজনেরা পুলিশকে ডেকে নিয়ে ঘটনা বলে দেয়। বিষয়টি আঁচ করতে পেরে ততক্ষণে নবী হোসেন পালিয়ে যায়। পরে দীর্ঘ এক মাসের অধিক সময় স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মিমাংসার কথা বলে সময় ক্ষেপণ করতে থাকে। উল্টো নবী হোসেনের লাকড়ির ঘরের কোণে গত ৩০ সেপ্টেম্বর ভোররাতে অগ্নিকা-ের ঘটনায় ওই কন্যাশিশুর পরিবারকে ফাঁসানোর চেষ্টা করা হয়।
একপর্যায়ে খবর পেয়ে সরেজমিন তদন্ত শেষে বিষয়টি চ্যানেল বাংলায় তুলে ধরে শনিবার সন্ধ্যায় প্রতিবেদন প্রচার করা হয়। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোর্স দিয়ে কৌশলে বাড়িতে ডেকে এনে অভিযুক্ত নবী হোসেনকে গ্রেফতার করে। রাতেই মামলা দায়ের করে রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।