বান্দরবান : বান্দরবানে পৌরসভায় জলাবদ্ধতা নিরসন, পৌরবাসীর চলাচলের সুবিধার্থে সড়ক নির্মাণ, সৌর বিদ্যুতায়িত ল্যম্প পোস্ট স্থাপন ও পৌর সভায় বজ্য পরিষ্কার রাখার লক্ষ্যে ৫ কোটি সাড়ে ১৭ লক্ষ টাকায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে পৌরসভার আয়োজনে পৌর প্রাঙ্গনে এলাকার গন্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে আলোচনা সভায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার আমলেই দুর্গম অঞ্চল থেকে শুরু করে আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মো. গোলাম মহিউদ্দিন পিএসসি, পৌর মেয়র সামসুল ইসলাম, সরকারী-বেসরকারী উদ্ধর্তন কর্মকর্তাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।