1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ে কলেজ শাখা উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : ঐতিহ্যের ধারক শতবর্ষী পাঠশালা নালিতাবাড়ী শহরের হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ে কলেজ শাখা চালু করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সকালে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও কলেজ শাখা উদ্বোধণী অনুষ্ঠানের মধ্যদিয়ে মানবিক শাখার কার্যক্রম শুরু করলো প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে সকাল দশটায় এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান আমিনুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী নাজমুল স্মৃতি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, প্রেসক্লাবের উর্ধতন পরিষদ কর্মকর্তা সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহসাধারণ সম্পাদক আব্দুল মোমেন। এসময় হিরন্ময়ী উচ্চবিদ্যালয়-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির প্রধান আমিনুল হক বলেন, সংসদ উপনেতা ও আমাদের এমপি বেগম মতিয়া চৌধুরীর সহযোগিতায় শত বছরের পুরনো হিরন্ময়ী স্কুলটি কলেজে রূপ নিয়েছে। আপাতত মানবিক শাখার অনুমোতি পেয়েছি। যেখানে অন্যান্য কলেজে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে আড়াই হাজার টাকা নিচ্ছে, সেখানে আমরা নিচ্ছি এক হাজার টাকা।

তিনি আরও বলেন, পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীরাও অর্ধেক বেতনে পড়াশোনার সুযোগ পাবেন। বিশেষ করে, মেয়ে শিক্ষার্থীরা বেশি সুবিধা পাবেন বলেও জাান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com