শেরপুর : শেরপুরে অটোরিকশা চালক শাহ আলম হত্যার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একইসাথে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার মোনালিশা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে ঝিনাইগাতী উপজেলার বালিয়াচন্ডি পশ্চিমপাড়া থেকে হত্যার সাথে জড়িত ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর জেলার জয়দেবপুর চান্দনা চৌরাস্তা ইটহাটা এলাকার শাহজাহান মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৯) ও ঝিনাইগাতী উপজেলার ছোট মালিঝিকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে রূপন (২০)।
পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের জসিম উদ্দিন ফকিরের ছেলে শাহ আলম (৪১) ঢাকায় কাজ করতেন। ২০-২৫ দিন আগে তিনি গ্রামের বাড়ি চলে আসেন এবং ১৫দিন আগে কিস্তিতে একটি অটোরিকশা ক্রয় করে চালিয়ে আসছিলেন। শনিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলে রাত আটটার দিকে সবুজ ও রূপন অটোরিকশা ভাড়ায় নিয়ে শাহ আলমকে কুচনিপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে গলায় রশি পেচিয়ে হত্যা করে শাহ আলমের মরদেহ রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রাখে ও অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরদিন শাহ আলমের মরদেহ উদ্ধার করে ঘটনা তদন্তে ও অপরাধীদের গ্রেফতারে অভিযানে নামে পুুলিশ।