নালিতাবাড়ী (শেরপুর) : এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদ।
ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুনের উদ্যোগ ও সভাপতিত্বে বুধবার বিকেলে নিজপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজাহার আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল।
অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, নিজপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান সরকার, পাইখাতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনসান আলী, রূপনারায়নকুড়া আলিম মাদরাসার শিক্ষক মাসুম বিল্লাহ, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল বক্তব্য রাখেন। এসময় নয়াবিল ইউপি চেয়ারম্যান মজিানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
পরে ওই ইউনিয়নের দুটি উচ্চ বিদ্যালয় এবং একটি দাখিল মাদরাসা থেকে ২০২৩ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মোট ১০২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ইউনিয়নের একমাত্র এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী মাসুমা ইয়াসমিন মিলিকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনিতে চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন প্রতিবছর ওই ইউনিয়ন থেকে এ প্লাস প্রাপ্তদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষণা দেন।
পরে বিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।