1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

এসএসসি পরিক্ষার্থীর পাশে “ফ্রেন্ডস ক্লাব অফ বান্দরবান”

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুন, ২০২৪

বান্দরবান : বান্দরবানে অস্বচ্ছল পরিবারে এক মেধাবী এসএসসি পরীক্ষার্থী মানবিক সহযোগীতা হাত বাড়িয়ে দিয়েছেন “ফ্রেন্ডস অফ ক্লাব বান্দরবান”। যে ক্লাবটি বিশেষ করে ক্রীড়া সাথে সম্পৃক্ত তার পাশাপাশি যে ক্লাবটি মানবিক সংগঠন হিসেবে বহুদিন ধরে সমাজে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।

শনিবার (১ জুন) দুপুরে রোয়াংছড়ি উপজেলার তেতুলিয়া পাড়া ১নং ওয়ার্ড এক মেধাবী শিক্ষার্থী নারী পাশে দাঁড়িয়েছেন “ফ্রেন্ডস অফ ক্লাব বান্দরবান” নামে সংগঠনটি। এবারে ২০২৪-সালে এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের জন্য ক্লাবটি পক্ষ থেকে মোট সাড়ে ৬ হাজার টাকা সহযোগিতা করেছেন।

ফ্রেন্ডস অফ ক্লাব বান্দরবান ক্লাবের সদস্যরা জানান, অর্থের অভাবে একজন মেধাবী ছাত্রী তার এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারছেন না, বিভিন্ন মাধ্যম থেকে এমন খবর জানতে পেরে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ছাত্রীর বাড়িতে ছুটে যান ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা।

ভর্তি হতে পেরে এসএসসি পরীক্ষার্থী উখ্যাইচিং মারমা তার অনুভূতি কথা তুলেন ধরেন, আমরা অত্যন্ত নিম্ন আয়ের মানুষ। পরিবারে মা-বাবা’রা দিনমজুরি কাজ করে কোনরকম সংসার চলে। তাই আমাদের লেখাপড়া খরচ চালাতে হিমশিম হচ্ছে। তাই আমার লেখাপড়া বন্ধ হওয়ার পরিক্রম চলছিল। আপনারা আমার অস্বচ্ছ পরিবারের পাশে দাঁড়িয়ে, আমাকে মনের সাহস জুগিয়ে এসএসসি পরীক্ষা অংশ নেয়ার জন্য সহযোগীতা করেছেন।

এসময় “ফ্রেন্ডস অফ ক্লাব বান্দরবান” ক্লাবের কয়েকজন সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com