1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

সরকারের ভোট প্রয়োজন হয় না, দরকার হয় বেনজীর-আজিজদের : রিজভী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
যশোর: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে। ভোটবিহীন এ কাজে তার বেনজীরকে লাগে, লাগে আজিজদের। জনগণের ভোট তার (শেখ হাসিনা) লাগে না।’

সোমবার (৩ জুন) যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘বিএনপি আন্দোলনের ডাক দিলে কলা-কচুক্ষেত, বাঁশবাগান থেকে খুঁজে নেতা–কর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ। আর হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেনজীর বিদেশে পালিয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী, ওবায়দুল কাদের, পুলিশ কিছুই জানে না। এটাও জনগণকে বিশ্বাস করতে হবে?’

তিনি আরো বলেন, তার জনগণের দরকার পড়ে না। যেনতেন উপায়ে একটা ডামি নির্বাচন করে প্রতিবেশী একটি রাষ্ট্রের স্বীকৃতি নিয়েছেন।

আমরা এখন নতুন ধরনের বাকশালে আছি। রাজনৈতিক দলগুলোর কোনও স্বাধীনতা নেই। রাজনৈতিক দলগুলো কোনও নির্বাচনে অংশ নিতে পারবে না। ইউনিয়ন পরিষদ থেকে এমপি পর্যন্ত শেখ হাসিনা যেটা সিলেকশন করে দেন, যাদের তালিকা দেন- সেই অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের দিন সেটাই ঘোষণা করেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের মত মানুষের সমালোচনা করেন। অথচ তার বাবার লেখা বইয়ে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করা হয়েছে। তার মন্ত্রিসভার সদস্য একে খন্দকারসহ অন্যান্য এমপিদের লেখা বইয়েও মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আপনি (শেখ হাসিনা) তো আর মুক্তিযুদ্ধে যাননি। আপনার কথায় কী এসে যায়।

নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষে লোক হিসেবে প্রচারের জন্য আপনি মুক্তিযুদ্ধকে মার্কেটিং করছেন।’

সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে উল্লেখ করে রিজভী বলেন, ‘মুক্ত লেখনীর কারণে অনেক সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইন আর সাইবার অ্যাক্টে বর্তমানে কারাগারে অন্তরীণ রয়েছেন।’জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, অনিন্দ্য ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বাবু অমলেন্দু দাস অপু, জাহানারা সিদ্দিকী, সাবেরুল হক সাবু প্রমুখ বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!