1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসি নিয়োগে নতুন ফিটলিস্ট হচ্ছে, আসছে দুই স্তরের পদোন্নতি নকলায় নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু ইসরায়েলে ১৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুল্লাহর হামলা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমন নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো

উত্তরপ্রদেশে ধর্মীয় সমাবেশে পদদলনে নিহত বেড়ে শতাধিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের হথরসে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হয়েছে অন্তত ১০৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। এ ছাড়া অনেক শিশুও রয়েছে। খবর হিন্দুস্তান টাইমস

মঙ্গলবার (২ জুলাই) হাজারো মানুষ হথরসের রাতি বানপুর গ্রামে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাদের জন্য বিশেষ সামিয়ানা টানানো হয়।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, অনুষ্ঠানস্থলে প্রথমে দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় সাধারণ মানুষ অস্বস্তি অনুভব করেন। এরপর তারা সেখান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর তখনই পদদলনের ঘটনা ঘটে। পুলিশ আরও জানিয়েছে, যেখানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে আজকের আবহাওয়া বেশ গরম এবং আদ্র ছিল।

আলীগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সালাব মাথুর বলেছেন, দুর্ঘটনাস্থলে ধর্মগুরু ভোলাবাবার ‘সৎসঙ্গের’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভক্তরা সমবেত হতে সেখানে অস্থায়ী অনুমতি প্রদান করা হয়েছিল।

ভয়াবহ এই পদদলন থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, অনুষ্ঠানটি শেষ হওয়ার পরপরই মানুষ তাড়াহুড়া করে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ঠিক তখনই পদদলনের ঘটনা ঘটে।

তিনি বলেছেন, অনেক ভক্ত সেখানে জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না এবং একজন আরেকজনের উপর পড়ে যায়। এতে করে পদদলনের ঘটনা ঘটে। আমি যখন বের হওয়ার চেষ্টা করি তখন দেখি বাইরে মোটর সাইকেল পার্ক করা আছে। যা আমার পথকে আটকে দেয়। অনেকে অজ্ঞান হন বাকিদের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com