1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত, অন্ত্র উদ্ধার পাঠ্যবইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন, স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন জিয়াউর রহমান শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার সরাসরি ভোট হবে না মেয়র-চেয়ারম্যান পদে, ভাবা হচ্ছে সংসদীয় পদ্ধতি পাচারের টাকায় সাম্রাজ্য : দুবাইয়ে ২০০ কোটির দুই ভিলা বিপু-কাজলের

ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

শেরপুর : পুরাতনকে ঝেড়ে ফেলে নুতনকে স্বাগত জানাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ‘‘ওয়ানগালা’’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রোববার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ানগালা উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের মাধ্যমে গারো সম্প্রদায় তাদের উৎপাদিত ফসল তাদের ফসল দেবতা মিসি সালজং এর উদ্দেশ্যে উৎসর্গ করে থাকে। প্রতিবছর শীত আসার আগে হেমন্তে আমন ধার ঘরে তোলার সময় হলে এ উৎসবের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খৃষ্টভক্ত গারো বা মান্দি সম্প্রদায় ওয়ানগালা উৎসবে শামিল হয়।

ওয়ানগালা উৎসব উপলক্ষে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে এ বছর দুইদিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী এ ধর্মপল্লীতে গারোদের ট্রেডিশনাল খাবারের বিভিন্ন পসরা সাজিয়ে মেলা বসে। মেলায় বিভিন্ন স্টলে বাহারি গারো খাবার পরিবেশন ও বিক্রি চলে। পাশাপাশি চলে নিজস্ব কৃষ্টি-কালচারে গারো নাচ ও গান।

রোববার সকালে থক্কা দান ও মহাখ্রিষ্টজাগ অনুষ্ঠিত হয়। পরে মরিয়মনগর ধর্মপল্লী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় খ্রিষ্টীয় ধর্মমতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা বা নবান্নের গুরুত্বরারোপ করে আলোচনা করেন পুরোহীতগণ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গারোদের নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশিত হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আয়োজক কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ খ্রিষ্টধর্ম প্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসসি।

মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর নিয়ন্ত্রণে জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী এবং পাশ্ববর্তী জামালাপুরের বকশীগঞ্জ উপজেলার গারো সমাজের ৪৭টি গ্রাম রয়েছে। এসব গ্রামের প্রায় ৩০ হাজার খৃষ্টান ধর্মাবলম্বী গারো সম্প্রদায়ের লোকজনের বসবাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com