শেরপুর : পুরাতনকে ঝেড়ে ফেলে নুতনকে স্বাগত জানাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ‘‘ওয়ানগালা’’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রোববার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ানগালা উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের মাধ্যমে গারো সম্প্রদায় তাদের উৎপাদিত ফসল তাদের ফসল দেবতা মিসি সালজং এর উদ্দেশ্যে উৎসর্গ করে থাকে। প্রতিবছর শীত আসার আগে হেমন্তে আমন ধার ঘরে তোলার সময় হলে এ উৎসবের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খৃষ্টভক্ত গারো বা মান্দি সম্প্রদায় ওয়ানগালা উৎসবে শামিল হয়।
ওয়ানগালা উৎসব উপলক্ষে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে এ বছর দুইদিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী এ ধর্মপল্লীতে গারোদের ট্রেডিশনাল খাবারের বিভিন্ন পসরা সাজিয়ে মেলা বসে। মেলায় বিভিন্ন স্টলে বাহারি গারো খাবার পরিবেশন ও বিক্রি চলে। পাশাপাশি চলে নিজস্ব কৃষ্টি-কালচারে গারো নাচ ও গান।
রোববার সকালে থক্কা দান ও মহাখ্রিষ্টজাগ অনুষ্ঠিত হয়। পরে মরিয়মনগর ধর্মপল্লী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় খ্রিষ্টীয় ধর্মমতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা বা নবান্নের গুরুত্বরারোপ করে আলোচনা করেন পুরোহীতগণ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গারোদের নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশিত হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আয়োজক কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ খ্রিষ্টধর্ম প্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসসি।
মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর নিয়ন্ত্রণে জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী এবং পাশ্ববর্তী জামালাপুরের বকশীগঞ্জ উপজেলার গারো সমাজের ৪৭টি গ্রাম রয়েছে। এসব গ্রামের প্রায় ৩০ হাজার খৃষ্টান ধর্মাবলম্বী গারো সম্প্রদায়ের লোকজনের বসবাস।