1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। আজ (রোববার ২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শেরপুর সদর উপজেলার কামারিয়া গ্রামের সিএনজি চালক লোকমান হোসেন (৩৮), একই উপজেলার আলিনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), নকলা উপজেলার গণপদ্দি এলাকার শিক্ষার্থী মাইশা তাসনীম মীম (২২) ও কামরুজ্জামান বাবু (২২) এবং শ্রীবরদী উপজেলা চিথলিয়া গ্রামের গৃহবধূ মীনা রানী বিশ^াস (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে আরও এক নারী মারা যান। নিহতদের মধ্যে ৩ নারী ও দুই শিক্ষার্থী রয়েছে। দুর্ঘটনার পরপরই বাস চাল পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বিষয় নিশ্চিত করে জানান, একটি কুকুরকে সাউড দিতে গিয়ে রং সাইডে চলে যায় সিএনজিটি। একই সময়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস এলে সিএনজিটি চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com