1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

দেশজুড়ে হাঁড়কাঁপানো শীতে বিপর্যস্ত জীবন

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। প্রতিদিন কমছে তাপমাত্রা। ঘন কুয়াশার আবরণ ফুঁড়ে সূর্য়ের আলো মুখ দেখাতে পারছে না গত দুই দিন। উত্তরের জেলাগুলোতে বৃষ্টির ফোটার মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে সকালে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহন। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলা এবং রংপুর বিভাগের ৬ জেলাসহ ১৩ জেলায় বইছিল মৃদু শৈত্যপ্রবাহ। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। তবে গত এক দশকেও ঢাকায় এমন হাড় কাঁপানো শীত অনুভূত হয়নি। কনকনে ঠান্ডায় কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে পুরো দেশ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পুরো জানুয়ারি মাস জুড়েই শীতের এমন তীব্রতা থাকবে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সামনে শীত আরও বাড়তে পারে। আবহাওয়ার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

রাজধানীতে আজ শনিবারও কুয়াশা থাকতে পারে। তবে রোদ ওঠারও সামান্য সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি বলেন, আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও কুয়াশা পুরোপুরি কাটতে আগামী আরও তিন দিন অপেক্ষা করতে হবে।

উত্তরের জেলাগুলোতে গত তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। বিশেষ করে কনকনে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। শহরের চেয়ে গ্রামে শীতের তীব্রতা অনেক বেশি। মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল আর হতদরিদ্র পরিবারগুলো। শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন কাটছে তাদের। ছড়িয়ে পড়ছে শীতজনিত নানা রোগ।

রাজধানীতে শীত বাড়ার কারণ:

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, শীতকালে তাপমাত্রা কমবে এটাই স্বাভাবিক। কিন্তু কুয়াশার কারণে দিনের বেলা সূর্যের তাপ না পড়ায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কমে গেছে। সাধারণত জানুয়ারি মাসে রাতের তাপমাত্রা কমে যায় এবং দিনের বেলা সূর্যের তাপের কারণে তাপমাত্রা বাড়ে। এ কারণে শীতের অনুভূতি ততো বেশি হয় না। গত দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যেখানে থাকার কথা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। তিনি আরও জানানা, পুরো জানুয়ারি মাস ঠান্ডা থাকবে। তবে গত দুইদিন যে অবস্থা রয়েছে সেটি সোমবার-মঙ্গলবারের মধ্যে কেটে যাবে। তখন তাপমাত্রা কিছুটা বাড়বে।

এদিকে সারা দেশের আবহাওয়ার বিষয়ে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন, এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে এবারের শীতে এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা- ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছিল। পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মোঃ রোকনুজ্জামান জানান, সেখানে গতকাল শুক্রবার সকাল ছয়টায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯ টায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ১০০%। বাতাসের গতি ঘণ্টায় ১২-১৩ কিলোমিটার ছিল। তবে গতকাল সকাল সকাল সূর্যের মুখ দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ঝলমলে রোদের তাপে ক্রমশ তাপমাত্রা বেড়েছে। গতকাল পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহসপতিবার সকাল ৯ টায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, গত কয়েকদিন ধরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বেড়েছে শীতের তীব্রতা। ৩দিন থেকে রোদের দেখা নেই এ উপজেলায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো এলাকা। শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এলাকার মানুষের। ছড়িয়ে পড়ছে সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নানারকম শীতজনিত রোগ। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, গত ২দিন ধরে বিভিন্ন এতিমখানায়, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বরিশাল অফিস জানায়, বরিশালে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। গত দুই দিন ধরে দেখা মিলছে না সূর্যের। শীত বাড়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বরিশাল আবহাওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ২-৩ দিনে বরিশাল অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল বরিশাল নদীবন্দরে দেখা যায়, ঘনকুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটে লঞ্চে যাত্রীদের চাপ কমে গেছে। গন্তব্যে পৌঁছতে লঞ্চের এক থেকে দুই ঘণ্টা বেশি সময় লেগে যাচ্ছে। ঘনকুয়াশার কারণে সড়কপথেও যানবাহন চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।

খুলনা অফিস জানায়, খুলনায় ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। গতকাল ভোর থেকে দেখা মেলেনি সূর্যের। এতে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষেরা। খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খুলনায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আরো দুই-তিনদিন এ রকম তাপমাত্রা থাকবে।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় শীতে দরিদ্র শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। কৃষকরা সকালে ঠান্ডায় মাঠে কাজ করতে পারছেন না। অনেক কৃষক ঠান্ডা ও কুয়াশা থেকে রক্ষায় ইরিবোরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন। তীব্র শীতে বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছে্ । মাগুরা সদর হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। শীতবস্ত্রের বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে ।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুর জেলাজুড়ে কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবীরা। শিবচর ইউএনও অফিস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ৮ লাখ টানার শীতবস্ত্র ক্রয়ের জন্য দরপত্র আহবান করা হয়েছে। শীতবস্ত্র ক্রয়ের পর দ্রত উপজেলার চরাঞ্চলসহ শীতার্ত মানুষের মাঝে সেগুলো বিতরণ করা হবে।

সূত্র : ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com